স্বাধীন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান ছিলেন বিশ্বের সবচেয়ে সেরা ধনী। ভারতের হায়দ্রাবাদ রাজ্যের শাসক সপ্তম নিজাম মীর ওসমান আলী খান ১৯২০ সাল থেকে ১৯৪৯ সাল পযন্ত বিশ্বের সবচেয়ে ধন্যট্য ব্যাক্তি ছিলেন। বাবার মৃত্যুর পর ১৯১১ সাল থেকে ১৯৪৮ সাল পযন্ত হায়দ্রাবাদ শাসন করেন ওসমান আলী খান। ১৯৪৮ সালে ভারতীয় সেনাবাহিনীর আক্রমণের ফলে হায়দ্রাবাদ ভারতের অন্তভূক্ত হয়ে যায়। ১৯৩৭ সালে ২২ ফেব্রুয়ারী Times Magazine ওসমান আলী খানকে বিশ্বের সবচেয়ে সম্পদশালী হিসেবে রিপোর্ট প্রকাশ করেন। ১৯৪০ সালের দিকে তার সম্পদ ছিল দুই বিলিয়ন মার্কিন ডলার। সেসময় পুরো ভারতের রাজস্ব জমা এক বিলিয়ন মার্কিন ডলার। ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধে ওসমান আলী খান ভারতীয় সেনাবাহিনীকে ৫টন স্বর্ণ ও ৭৫ লাখ টাকা দান করেন, যা এখন পযন্ত ভারতের সেনাবাহিনীকে ব্যাক্তিগত উদ্যোগে সবচেয়ে বড় অনুদান। তিনি বৃটিশ রাণীর জন্য হিরার নেকলেস উপহার পাঠান। ওসমান আলী নিজে খুব সাদাসিধা জীবন- যাপন করতেন। কিন্তু তিনি ছিলেন দানবীর ও শিক্ষানুরাগী। তিনি প্রতিষ্ঠিত করেন ভারতবর্ষের সর্ববৃহত বিশ্ববিদ্যালয় ওসমানীয়া বিশ্ববিদ্যালয়। তাছাড়া তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। ১৯৬৫ সালে ওসমান আলী খান মৃত্যুবরণ করেন। তার জানাযায় এক কোটির চেয়ে বেশি মানুষ অংশগ্রহণ করেন।

3 Comments
19 Shares